লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও।
লেনদেনের ব্যালেন্সের দুটি খাত দেখানো হয়। একটি হল চলতি খাত এবং অপরটি হল মূলধনী খাত। চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য নিম্নরূপ :
চলতি হিসাব | মূলধনী হিসাব |
---|---|
(১) একটি দেশে এক বছরে বৈদেশিক বাণিজ্যে যেসব দেনাপাওনার সৃষ্টি হয় এবং যেগুলি চলতি বছরের জাতীয় আয় বা জাতীয় ব্যয়ের সঙ্গে যুক্ত হয়, তাকে লেনদেন ব্যালেন্সের চলতি খাত বলে। | (১) বৈদেশিক বাণিজ্যে যেসব দেনাপাওনা এককালীন এবং যেগুলি জাতীয় আয় বা জাতীয় ব্যয়ের সঙ্গে যুক্ত হয় না, তাকে লেনদেন ব্যালেন্সের মূলধনী খাত বলে। |
(২) চলতি খাতে দৃশ্য (দ্রব্যসামগ্রী) রপ্তানি, আমদানি এবং অদৃশ্য (সেবাকর্ম) রপ্তানি, আমদানি, প্রতিদানহীন একতরফা হস্তান্তর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ বাণিজ্য উদ্বৃত্ত ও সেবা উদ্বৃত্ত চলতি খাতের বিষয়। | (২) মূলধনী খাতে পৃথিবীর প্রতিটি দেশের ঋণের লেনদেন চলে। বিদেশের সঙ্গে ঋণ পরিশোধজনিত আয়ব্যয়, বিদেশে সম্পত্তি ক্রয়বিক্রয় জনিত আয়ব্যয়, শেয়ার মূলধনে বিনিয়োগ, বিশ্বব্যাংক, I.M.F প্রভৃতি থেকে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ, আর্থিক ঋণ আমদানি-রপ্তানি প্রভৃতি বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে। |
(৩) চলতি খাতে মূলধনের চলাচল জড়িত নয়। | (৩) মূলধনী খাতে মূলধনের চলাচল অন্তর্ভুক্ত থাকে। |
(৪) চলতি খাতের লেনদেনগুলি নির্দিষ্ট সময়ের মেয়াদে ঘটে এবং এটি একটি স্বল্পকালীন বিষয়। | (৪) মূলধনী খাতের লেনদেনগুলি আর্থিক বছরের শেষে ঘটে, এবং এটি একটি দীর্ঘকালীন বিষয়। |
(৫) চলতি খাতের প্রতিটি দেনাপাওনাই (যেমন- ১নং, ২নং, ৩নং, ৪নং) স্রোতের মতো প্রবহমান ধারণা এবং আবর্তনমূলক। | (৫) মূলধনী খাতে দেনাপাওনাগুলি ভান্ডারবাচক ধারণা। |
(৬) চলতি খাত থেকে একনজরে দেশের বাণিজ্যিক চিত্র বা পরিস্থিতি জানা যায়। যেমন- চলতি খাতের পাওনা মূল্য যদি দেনামূল্যের বেশি হয় তাহলে অনুকূল চলতি খাত হিসেবে প্রতিফলিত হবে। অপরদিকে, পাওনামূল্যে যদি দেনামূল্যের কম হয় তাহলে প্রতিকূল চলতি খাত হিসেবে প্রতিফলিত হবে। | (৬) মূলধনী খাত থেকে দেশের মূলধনের পরিমাণ বা ঋণগ্রস্ততা হ্রাসবৃদ্ধির চিত্র পাওয়া যায়। যেমন- মূলধনী খাতে পাওয়ার মোট মূল্য মোট দেনার মূল্যের তুলনায় বেশি হলে অনুকূল মূলধনী খাত এবং ওই মূল্য কম হলে প্রতিকূল মূলধনী খাত প্রতিফলিত হয়। |
Liked our post?
We are available with lots and lots of commerce related contents.
[…] উত্তরঃ- Click here […]