চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য

লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও।

লেনদেনের ব্যালেন্সের দুটি খাত দেখানো হয়। একটি হল চলতি খাত এবং অপরটি হল মূলধনী খাত। চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য নিম্নরূপ :

চলতি হিসাবমূলধনী হিসাব
(১) একটি দেশে এক বছরে বৈদেশিক বাণিজ্যে যেসব দেনাপাওনার সৃষ্টি হয় এবং যেগুলি চলতি বছরের জাতীয় আয় বা জাতীয় ব্যয়ের সঙ্গে যুক্ত হয়, তাকে লেনদেন ব্যালেন্সের চলতি খাত বলে।(১) বৈদেশিক বাণিজ্যে যেসব দেনাপাওনা এককালীন এবং যেগুলি জাতীয় আয় বা জাতীয় ব্যয়ের সঙ্গে যুক্ত হয় না, তাকে লেনদেন ব্যালেন্সের মূলধনী খাত বলে।
(২) চলতি খাতে দৃশ্য (দ্রব্যসামগ্রী) রপ্তানি, আমদানি এবং অদৃশ্য (সেবাকর্ম) রপ্তানি, আমদানি, প্রতিদানহীন একতরফা হস্তান্তর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ বাণিজ্য উদ্বৃত্ত ও সেবা উদ্বৃত্ত চলতি খাতের বিষয়।(২) মূলধনী খাতে পৃথিবীর প্রতিটি দেশের ঋণের লেনদেন চলে। বিদেশের সঙ্গে ঋণ পরিশোধজনিত আয়ব্যয়, বিদেশে সম্পত্তি ক্রয়বিক্রয় জনিত আয়ব্যয়, শেয়ার মূলধনে বিনিয়োগ, বিশ্বব্যাংক, I.M.F প্রভৃতি থেকে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ, আর্থিক ঋণ আমদানি-রপ্তানি প্রভৃতি বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে।
(৩) চলতি খাতে মূলধনের চলাচল জড়িত নয়।(৩) মূলধনী খাতে মূলধনের চলাচল অন্তর্ভুক্ত থাকে।
(৪) চলতি খাতের লেনদেনগুলি নির্দিষ্ট সময়ের মেয়াদে ঘটে এবং এটি একটি স্বল্পকালীন বিষয়।(৪) মূলধনী খাতের লেনদেনগুলি আর্থিক বছরের শেষে ঘটে, এবং এটি একটি দীর্ঘকালীন বিষয়।
(৫) চলতি খাতের প্রতিটি দেনাপাওনাই (যেমন- ১নং, ২নং, ৩নং, ৪নং) স্রোতের মতো প্রবহমান ধারণা এবং আবর্তনমূলক।(৫) মূলধনী খাতে দেনাপাওনাগুলি ভান্ডারবাচক ধারণা।
(৬) চলতি খাত থেকে একনজরে দেশের বাণিজ্যিক চিত্র বা পরিস্থিতি জানা যায়। যেমন- চলতি খাতের পাওনা মূল্য যদি দেনামূল্যের বেশি হয় তাহলে অনুকূল চলতি খাত হিসেবে প্রতিফলিত হবে। অপরদিকে, পাওনামূল্যে যদি দেনামূল্যের কম হয় তাহলে প্রতিকূল চলতি খাত হিসেবে প্রতিফলিত হবে। (৬) মূলধনী খাত থেকে দেশের মূলধনের পরিমাণ বা ঋণগ্রস্ততা হ্রাসবৃদ্ধির চিত্র পাওয়া যায়। যেমন- মূলধনী খাতে পাওয়ার মোট মূল্য মোট দেনার মূল্যের তুলনায় বেশি হলে অনুকূল মূলধনী খাত এবং ওই মূল্য কম হলে প্রতিকূল মূলধনী খাত প্রতিফলিত হয়।

Liked our post?

We are available with lots and lots of commerce related contents.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য”

Leave a Comment