কারবারি শিক্ষা 2015
বিভাগ-ক
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : [1 x 10 = 10]
(i) নীচের কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়?
(a) পূর্বানুমান
(b) ঝুঁকি ও অনিশ্চয়তা
(c) নীতি নির্ধারণ
(d) বিনিয়োগকারীকে সুদ প্রদান
(ii) ভারতীয় অংশীদারি আইন পাস হয় –
(a) 1932 খ্রিস্টাব্দে
(b) 1956 খ্রিস্টাব্দে
(c) 1872 খ্রিস্টাব্দে
(d) 1912 খ্রিস্টাব্দে
(iii) মুনাফা বন্টন করা হয় না –
(a) সমবায়সমিতিতে
(b) অংশীদারি কারবারে
(c) একমালিকানা কারবারে
(d) কোম্পানিতে
(iv) কোম্পানির যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেন –
(a) পরিচালকগণ
(b) হিসাবপরীক্ষক
(c) কর্মচারীগণ
(d) কোম্পানির ব্যাংকার
(v) দামোদর উপত্যকা নিগম (DVC) হল একটি –
(a) সরকারি কোম্পানি
(b) বিভাগীয় সংগঠন
(c) বিধিবদ্ধ সংস্থা
(d) ব্যক্তিগত সংস্থা
(vi) যৌথ উদ্যোগের কারবারের মূল উদ্দেশ্য হল –
(a) মুনাফা ও জনকল্যাণ
(b) মুনাফা অর্জন
(c) জনকল্যাণ
(d) কোনোটিই নয়
(vii) বাণিজ্যিক ব্যাংক যে কাজটি করতে পারে না, তা হল –
(a) আমানত গ্রহণ
(b) ঋণ প্রদান
(c) তহবিল স্থানান্তর
(d) পণ্য ও সেবা ক্রয়বিক্রয়
(viii) নীচের কোনটি ক্ষতিপূরণের চুক্তি নয়?
(a) অগ্নিবিমা
(b) নৌ-বিমা
(c) জীবনবিমা
(d) স্বাস্থ্যবিমা
(ix) নীচের কোনটি ই-কারবারের মূল্য প্রদানের আদর্শ পদ্ধতি নয়?
(a) চেক
(b) সরবরাহ মাত্র নগদ প্রদান
(c) ডেবিট ও ক্রেডিট কার্ড
(d) নেট ব্যাংকিং স্থানান্তর
(x) সমাজের প্রতি কারবারের দায়িত্ব হল –
(a) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
(b) রপ্তানি বৃদ্ধি
(c) অধিক মুনাফা অর্জন
(d) নিয়মিত কর প্রদান
2. এককথায় অথবা সংক্ষিপ্ত উত্তর দাও : [1 x 10 = 10]
(i) কারবারি কার্যকলাপের একটি উদাহরণ দাও।
(ii) অংশীদারি কারবারের একটি বৈশিষ্ট্য লেখো।
(iii) স্মারকলিপি কাকে বলে?
অথবা, কোম্পানির বিবরণপত্র বলতে কী বোঝো?
(iv) ঋণদান সমবায়সমিতি কাকে বলে?
অথবা, ক্রেতা সমবায়সমিতির একটি বৈশিষ্ট্য লেখো।
(v) বোর্ড ব্যবস্থাপনার একটি উদাহরণ দাও।
অথবা, বিধিবদ্ধ সংস্থার একটি বৈশিষ্ট্য লেখো।
(vi) আন্তর্জাতিক সংস্থার একটি সুবিধা লেখো।
অথবা, আন্তর্জাতিক সংস্থার একটি উদাহরণ দাও।
(vii) পরিবেশদূষণ না-করা কি কারবারের সামাজিক দায়িত্ব?
(viii) অগ্রাধিকারযুক্ত শেয়ারের একটি সুবিধা লেখো।
(ix) দীর্ঘমেয়াদি মূলধনের একটি উৎসের উল্লেখ করো।
অথবা, জন আমানত কোন সংস্থা গ্রহণ করতে পারে?
(x) কম্পিউটার ভাইরাস কাকে বলে?
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [4 x 6 = 24]
(i) কারবারের অর্থনৈতিক উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
(ii) অংশীদারি কারবার ও একমালিকানা কারবারের মধ্যে চারটি পার্থক্য লেখো।
অথবা, ঘরোয়া কোম্পানির বৈশিষ্ট্য বর্ণনা করো।
(iii) যৌথ উদ্যোগ সম্পর্কে সরকারি নীতি ব্যাখ্যা করো।
(iv) কারবারি ক্ষেত্রে বিমার গুরুত্ব বর্ণনা করো।
অথবা, নৌ-বিমার মূল নীতিগুলি ব্যাখ্যা করো।
(v) ই-কারবারের সুবিধাগুলি বর্ণনা করো।
অথবা, কারবারি প্রক্রিয়ায় আউটসোর্সিংয়ের ধারণা ব্যাখ্যা করো।
(vi) কারবারি নৈতিক নিয়মাবলির উপাদানগুলি আলোচনা করো।
বিভাগ-খ
4. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : [1 x 8 = 8]
(i) অগ্রাধিকারযুক্ত শেয়ার মূলধন –
(a) ফেরতযোগ্য
(b) অফেরতযোগ্য
(c) কেবলমাত্র অবসায়নের সময় ফেরতযোগ্য
(d) কোনোটিই নয়
(ii) ভারতের শিল্প অর্থ নিগম স্থাপিত হয় –
(a) 1947 খ্রিস্টাব্দে
(b) 1948 খ্রিস্টাব্দে
(c) 1952 খ্রিস্টাব্দে
(d) 1956 খ্রিস্টাব্দে
(iii) জন আমানতের ক্ষেত্রে আমানত সংগ্রহ করা হয় –
(a) মালিকদের কাছ থেকে
(b) জনগণের কাছ থেকে
(c) ক্রেতাদের কাছ থেকে
(d) পরিচালকদের কাছ থেকে
(iv) ভারতের জাতীয় আয়ে ক্ষুদ্র অ কুটিরশিল্পের অবদান –
(a) 10 শতাংশ
(b) 25 শতাংশ
(c) 40 শতাংশ
(d) 50 শতাংশ
(v) বাটার জুতোর দোকান হল –
(a) বিভাগীয় বিপণি
(b) বিপণি-শৃঙ্খল
(c) বহুশাখা বিপণি
(d) অধিবিপণি
(vi) অধিবিপণিতে যারা কেনাকাটা করেন তাঁরা সাধারণত –
(a) ধনী শ্রেণির
(b) গরিব শ্রেণির
(c) মধ্যবিত্ত শ্রেণির
(d) বিদেশি
(vii) কোন দ্রব্যটি ভারতের প্রধান আমদানি দ্রব্যের মধ্যে পড়ে না?
(a) খনিজ তেল
(b) অলংকার
(c) যন্ত্রপাতি
(d) চিকিৎসার সরঞ্জাম
(viii) বিশ্ববাণিজ্য সংস্থা স্থাপিত হয় –
(a) 1986 খ্রিস্টাব্দে
(b) 1994 খ্রিস্টাব্দে
(c) 1995 খ্রিস্টাব্দে
(d) 2000 খ্রিস্টাব্দে
5. এককথায় অথবা সংক্ষিপ্ত উত্তর দাও : [1 x 8 = 8]
(i) ইক্যুইটি শেয়ার কাকে বলে?
অথবা, ঋণপত্র কী?
(ii) রাজ্য অর্থ নিগম কেন গঠন করা হয়েছিল?
(iii) ব্যাংকে জমাতিরিক্ত গ্রহণ কী?
(iv) কুটিরশিল্প কাকে বলে?
অথবা, কুটিরশিল্পের দুটি উদাহরণ দাও।
(v) বহুশাখা বিপণি কী?
অথবা, পাইকারি ব্যবসা কী?
(vi) বণিকসভা কী?
(vii) আগমপত্র কী?
অথবা, জাহাজি বিল কী?
(viii) রাজ্যস্তরের একটি আর্থিক প্রতিষ্ঠানের উল্লেখ করো।
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [4 x 2 = 8]
(i) জাতীয় ক্ষুদ্রশিল্প নিগমের উদ্দেশ্যগুলি বর্ণনা করো।
(ii) অভ্যন্তরীণ বানিজ্যের ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, বিশ্ববাণিজ্য সংস্থার কার্যাবলী লেখো।
7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [6 x 2 = 12]
(i) শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, ভারতের শিল্পোন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।
(ii) খুচরো ব্যবসায়ীর কার্যাবলী আলোচনা করো।
Liked our post?
We are available with lots and lots of commerce-related content.
[…] […]