লেনদেন ব্যালেন্সের হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো।
যে কোনো একটি কোম্পানির উদ্বর্তপত্রের মতোই কোনো দেশের লেনদেন উদ্বৃত্তের হিসাব বা লেনদেন ব্যালেন্সের হিসাব সেই দেশের অর্থনৈতিক অবস্থার দর্পণ স্বরূপ।
লেনদেন উদ্বৃত্ত হিসাবের বিভিন্ন বিষয়:
Y দেশের লেনদেন উদ্বৃত্তের হিসাব (As on 31.3.22)
পাওনা (Credit) | Rs. | দেনা (Debit) | Rs. |
---|---|---|---|
(ক) দৃশ্য রপ্তানি | 450 | (ঙ) দৃশ্য আমদানি | 700 |
(খ) অদৃশ্য রপ্তানি | 150 | (চ) অদৃশ্য আমদানি | 100 |
(গ) একতরফা প্রাপ্তি | 200 | (ছ) একতরফা অর্থপ্রদান | 110 |
(ঘ) মূলধনী প্রাপ্তি | 200 | (জ) মূলধনী অর্থপ্রদান | 90 |
মোট পাওনা | 1,000 | মোট দেনা | 1,000 |
লেনদেন উদ্বৃত্তের হিসাবে অন্তর্ভুক্ত প্রাপ্তির বিষয়গুলি নিম্নরূপ:
(ক) দৃশ্য রপ্তানি:
যে সকল দ্রব্যসামগ্রী সশরীরে দেশের বাইরে যাচ্ছে, যা সকলের দৃষ্টিগ্রাহ্য, তাকে দৃশ্য রপ্তানি বলে। যেমন: ভারত থেকে চা, কফি, পাটজাত দ্রব্য, লৌহ ইস্পাত প্রভৃতি।
(খ) অদৃশ্য রপ্তানি:
অদৃশ্য রপ্তানি বা অদৃশ্য প্রবাহ সশরীরে দেশের বাইরে যাচ্ছে না বা সকলের দৃষ্টিগোচর হয় না। এগুলি পরিসেবার সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন: পর্যটন সেবা, ব্যাংকিং সেবা, বিমা সেবা রপ্তানি থেকে প্রাপ্তি; সুদ, খাজনা প্রাপ্তি প্রভৃতি।
(গ) একতরফা প্রাপ্তি:
যে সকল পাওনা শোধ করতে হয় না বা যার বিনিময়ে দেশকে কিছু দিতে হয় না, তাকে একতরফা প্রাপ্তি বলে। যেমন: অনুদান, উপহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রাপ্তি প্রভৃতি।
(ঘ) মূলধনী প্রাপ্তি:
বিদেশিদের কাছ থেকে ঋণ গ্রহণ, বিদেশে সম্পত্তি বিক্রয়, বিদেশিদের কাছ থেকে পুরনো ঋণ পরিশোধ বাবদ প্রাপ্তি প্রভৃতি মূলধনী প্রাপ্তির অন্তর্ভুক্ত।
অন্যদিকে, এই লেনদেন উদ্বৃত্তের হিসাবে অন্তর্ভুক্ত দেনার বিষয়গুলি নিম্নরূপ:
(ঙ) দৃশ্য আমদানি:
যে সকল দ্রব্যসামগ্রী সশরীরে দেশের মধ্যে প্রবেশ করে, যা সকলের দৃষ্টিগোচর হয়, তাকে দৃশ্য আমদানি বলে। যেমন: ভারতে ডিজেল, পেট্রোল, যন্ত্রপাতি ইত্যাদি আমদানি।
(চ) অদৃশ্য আমদানি:
যে সকল সেবাকর্মের প্রবাহ অদৃশ্য বা সশরীরে দেশে প্রবেশ করছে না বা সকলের দৃষ্টিগোচর হয় না, তাকে অদৃশ্য আমদানি বলে। যেমন: ব্যাংকিং, বিমা, পরিবহন প্রভৃতি সেবা আমদানি; সুদ, খাজনা ইত্যাদি প্রদান।
(ছ) একতরফা অর্থপ্রদান:
বিদেশে প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ ইত্যাদি কারণে কোনো অনুদান বা উপহার পাঠানো হয়, এগুলি একতরফা অর্থপ্রদানের অন্তর্গত। যেমন: উপসাগরীয় যুদ্ধের সময় ভারত ইরাকে ভারতীয়দের যে সাহায্য পাঠিয়েছিল, তা একতরফা অর্থপ্রদানের উদাহরণ।
(জ) মূলধনী অর্থপ্রদান:
বিদেশিদেরকে প্রদত্ত ঋণ, বিদেশিদের কাছ থেকে সম্পত্তি ক্রয়, বিদেশিদেরকে পুরনো ঋণ পরিশোধ ইত্যাদি মূলধনী অর্থপ্রদানের অন্তর্গত।
Liked our post?
We are available with lots and lots of commerce-related content.
[…] […]