দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে মোট চাহিদা ও মোট জোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়।
প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বুঝি যে, বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য কেনাবেচা করে। এই ধরনের বাজারে চাহিদা-অপেক্ষক ও জোগান-অপেক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দুটি অপেক্ষকই দামের ওপর নির্ভরশীল। চাহিদা-অপেক্ষক হল D = f(P) এবং জোগান-অপেক্ষকটি হল S = f(P)।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও জোগানের ঘাতপ্রতিঘাতে ভারসাম্য দাম স্থির হয়। এই অবস্থায় ক্রেতাদের ক্রয়ের পরিমাণ ও বিক্রেতাদের বিক্রয়ের পরিমাণ পরস্পর সমান হয়, অর্থাৎ D = S হয়।
প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা ব্যাখ্যা করার জন্য নীচের অনুমানগুলি ধরে নেওয়া যেতে পারে:
১। এই বাজারে অনেক ক্রেতা ও অনেক বিক্রেতা দ্রব্য কেনাবেচা করে।
২। প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য উৎপাদন করে এবং বিক্রি করে।
৩। এই বাজারে ক্রেতা ও বিক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থান-এর সুযোগ আছে।
৪। ক্রেতা ও বিক্রেতা উভয়েই বিচক্ষণ এবং বাজার সম্পর্কে সম্পূর্ণ সচেতন।
৫। ক্রেতার লক্ষ্য কম দামে দ্রব্য কেনা এবং তৃপ্তি পাওয়া এবং বিক্রেতার লক্ষ্য বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করা।
এই অনুমানগুলির ওপর ভিত্তি করে মোট চাহিদা ও মোট জোগানের ঘাতপ্রতিঘাতে কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়, তা নীচের রেখাচিত্রে দেখানো হল:
রেখাচিত্রে OX অক্ষে দ্রব্যের চাহিদা ও জোগানের পরিমাণ এবং OY অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। DD ও SS হল যথাক্রমে দ্রব্যের চাহিদা ও জোগানরেখা। যখন দ্রব্যের দাম OP1 তখন চাহিদার পরিমাণ P1M এবং জোগানের পরিমাণ P1N হয়। এক্ষেত্রে দাম বেশি বলে চাহিদা অপেক্ষা জোগান বেশি অর্থাৎ S > D। এখন বিক্রেতাদের মধ্যে যেহেতু প্রতিযোগিতা তীব্র, তাই দাম (P) কমতে থাকবে। দাম কমে OP2 হলে চাহিদা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় P2L পরিমাণ, কিন্তু জোগানের পরিমাণ কমে হয় P2K পরিমাণ। এক্ষেত্রে দাম কমার জন্য জোগান অপেক্ষা চাহিদা বেশি (D > S)। ফলে দাম পুনরায় ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ দাম বেড়ে OP2 এর পরিবর্তে হবে OP। যেহেতু OP দামে চাহিদা ও জোগান পরস্পর সমান (D = S), সেহেতু DD ও SS রেখা পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে OP হল ভারসাম্য দাম এবং চাহিদা ও জোগানের পরিমাণ হল OQ পরিমাণ। এই OP দামে ক্রেতা ও বিক্রেতার দ্রব্য কেনাবেচা করতে ইচ্ছুক থাকে বলে একে প্রতিযোগিতামূলক বাজারের স্থায়ী ভারসাম্য দাম বলা হয়।
Like our post?
We are available with lots and lots of commerce-related content.
[…] প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ… […]