স্থিতিস্থাপকতার ধারণা । ছোট প্রশ্ন | Economics | WBCHSE | Higher Secondary | Class 12

স্থিতিস্থাপকতার ধারণা short questions

তৃতীয় অধ্যায় : স্থিতিস্থাপকতার ধারণা | ছোটপ্রশ্ন [ প্রতিটি প্রশ্নের মান 2]

১। কোনো অপেক্ষকের স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।

উত্তরঃ- সাধারণভাবে যদি আমরা y = f(x) এই অপেক্ষকটি ধরি যার একটি স্বাধীন চলরাশি রয়েছে তাহলে এই অপেক্ষকের স্থিতিস্থাপকতা হবে x-এর শতকরা একভাগ পরিবর্তনের ফলে y-এর শতকরা পরিবর্তন।

২। আংশিক স্থিতিস্থাপকতা কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ- যদি একটি অপেক্ষকে একাধিক স্বাধীন চলরাশি থাকে, সেক্ষেত্রে আমরা আংশিক স্থিতিস্থাপকতার ধারণা পাই। ধরা যাক, আমাদের একটি অপেক্ষক রয়েছে z = f(x,y) যেখানে z-এর মান x এবং y চলরাশির উপর নির্ভর করে। এই অপেক্ষকের দুটি আংশিক স্থিতিস্থাপকতা হল : z-এর স্থিতিস্থাপকতা x-এর সাপেক্ষে এবং z-এর স্থিতিস্থাপকতা y-এর সাপেক্ষে।

৩। চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।

উত্তরঃ- চাহিদা অপেক্ষকের কোনো একটি স্বাধীন চলরাশি শতকরা এক ভাগ পরিবর্তিত হলে চাহিদার পরিমাণে শতকরা যত ভাগ পরিবর্তন হয় তাকেই বলে চাহিদার স্থিতিস্থাপকতা।

৪। চাহিদার স্থিতিস্থাপকতা কয় প্রকার ও কী কী?

উত্তরঃ- চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার – (i) চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা, (ii) চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা, (iii) চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা।

৫। চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। [2018, 2023]

উত্তরঃ- অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম যদি শতকরা এক ভাগ পরিবর্তিত হয় তাহলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণে শতকরা যত ভাগ পরিবর্তন ঘটে তাকে ওই দ্রব্যের নিজ দামগত স্থিতিস্থাপকতা বলে।

৬। চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। [2016, 2017, 2019, 2022]

উত্তরঃ- অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আয় যদি শতকরা এক ভাগ পরিবর্তিত হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদা শতকরা যত ভাগ পরিবর্তিত হয় তাই ওই দ্রব্যের জন্য ওই ক্রেতার চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা।

৭। চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সূত্রটি উল্লেখ করো।

উত্তরঃ-

৮। চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। [2019]

উত্তরঃ- অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থেকে পরস্পর সম্পর্কিত দ্রব্যগুলির ক্ষেত্রে অপর একটি দ্রব্যের দামের শতকরা এক ভাগ পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদা শতকরা যতটা পরিবর্তিত হয় তাকে ওই দ্রব্যের চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা বলে।

৯। চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।

উত্তরঃ- চাহিদা রেখাটি যদি একটি বক্ররেখা হয় তাহলে ওই রেখার একটি নির্দিষ্ট অংশকে চাপ বলে। ওই নির্দিষ্ট অংশের উপর চাহিদার দামগত স্থিতিস্থাপকতাকে চাপগত স্থিতিস্থাপকতা বলে।

[যেখানে, P0 = প্রাথমিক দাম, P1 = নতুন দাম, Q0 = প্রাথমিক চাহিদা, Q1 = নতুন চাহিদা]

১০। চাহিদার স্থিতিস্থাপকতা ও চাহিদা রেখার ঢালের মধ্যে কোনো সম্পর্ক আছে কী?

উত্তরঃ- চাহিদার স্থিতিস্থাপকতা ও চাহিদা রেখার ঢালের মধ্যে কোনো সম্পর্ক নেই। দুটি চাহিদা রেখার ঢাল সমান হওয়া সত্ত্বেও তাদের স্থিতিস্থাপকতা একই দামে বিভিন্ন হতে পারে। আবার দুটি চাহিদা রেখার ঢাল বিভিন্ন হওয়া সত্ত্বেও তাদের স্থিতিস্থাপকতা একই হতে পারে।

১১। চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো।

উত্তরঃ- চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটি বিষয় হল – (ক) পণ্যের দাম, (খ) ভোগকারীর আয়।

১২। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কী? [2015, 2022]

অথবা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলতে কী বোঝো? [2023]

উত্তরঃ- যখন কোনো পণ্যের চাহিদার পরিমাণ মূল্য পরিবর্তনের উপর প্রতিক্রিয়াশীল নয়, তাকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। এখানে, e = 0.

১৩। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কীরূপ?

উত্তরঃ- সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি হবে একটি উল্লম্ব সরলরেখা।

১৪। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?

উত্তরঃ- যখন একটি পণ্যের চাহিদার পরিমাণ একটি নির্দিষ্ট মূল্যের জন্য অসীম প্রতিক্রিয়াশীল হয় তখন তাকে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলে। এখানে, e এর মান অসীম।

১৫। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কীরূপ?

উত্তরঃ- সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি হবে একটি অনুভূমিক সরলরেখা।

১৬। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে চাহিদা রেখার আকৃতি কেমন হবে?

উত্তরঃ- চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে চাহিদা রেখার আকৃতি হবে একটি অনুভূমিক সরলরেখা।

১৭। স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?

উত্তরঃ- দামের সামান্য পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণে বড় পরিবর্তন হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। এখানে, e > 1.

১৮। অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে?

উত্তরঃ- দামের বড় পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণে সামান্য পরিবর্তন হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। এখানে, e < 1.

১৯। চাহিদা রেখাটির সমীকরণ pq = c (যেখানে c ধ্রুবক) হলে এর কোনো বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান কত হবে?

উত্তরঃ- এই ধরণের কোনো চাহিদা রেখার যেকোনো বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান e = 1, অর্থাৎ একক স্থিতিস্থাপকতা কার্যকর রয়েছে।

২০। কোনো চাহিদা রেখার সকল বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান একক হলে চাহিদা রেখাটির আকৃতি কীরূপ?

উত্তরঃ- কোনো চাহিদা রেখার সকল বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান একক হলে চাহিদা রেখাটির আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত।

২১। সরলরৈখিক চাহিদা রেখার মধ্যবিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান কত হবে?

উত্তরঃ- সরলরৈখিক চাহিদা রেখার মধ্যবিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান অর্থাৎ e = 1.

২২। কোন ধরণের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়?

উত্তরঃ- বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয় অর্থাৎ e > 1.

২৩। অত্যাবশ্যক দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কীরূপ হয়?

উত্তরঃ- অত্যাবশ্যক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা e < 1 অর্থাৎ অস্থিতিস্থাপক।

২৪। যে দ্রব্যের ভোগ স্থগিত রাখা যায় তার চাহিদার স্থিতিস্থাপকতা কীরূপ হবে?

উত্তরঃ- যে দ্রব্যের ভোগ স্থগিত রাখা যায় তার চাহিদার স্থিতিস্থাপকতা e > 1 অর্থাৎ স্থিতিস্থাপক।

২৫। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কীরূপ হবে?

উত্তরঃ- গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অর্থাৎ ep < 1।

২৬। বিলাসদ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কীরূপ হয়?

উত্তরঃ- বিলাসদ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অর্থাৎ ep > 1।

২৭। কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে, চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়। এ ক্ষেত্রে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। [2015]

উত্তরঃ-

২৮। কোনো দ্রব্যের দাম 6 টাকা থেকে বেড়ে 9 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ 10 কেজি থেকে কমে 5 কেজি হল। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কত? [2016]

উত্তরঃ-

২৯। কোনো দ্রব্যের দাম 8 টাকা থেকে কমে 4 টাকা হলে, চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হল। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কত? [2017]

উত্তরঃ-

৩০। চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার ধারণার সাহায্যে কীভাবে দ্রব্যের শ্রেণিবিভাগ করা যায়?

উত্তরঃ- চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার ধারণার ভিত্তিতে দ্রব্যকে পাঁচভাগে ভাগ করা যায় –

(i) সাধারণ দ্রব্য (যেখানে ei ধ্বনাত্মক)

(ii) নিকৃষ্ট দ্রব্য (যেখানে ei ঋণাত্মক)

(iii) বিলাস দ্রব্য (যেখানে ei > 1)

(iv) অত্যাবশ্যক দ্রব্য (যেখানে ei < 1)

(v) নিরপেক্ষ দ্রব্য (যেখানে ei = 0)

৩১। বিলাসদ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতার মান কীরূপ হবে?

উত্তরঃ- বিলাসদ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতার মান অর্থাৎ ei > 1।

৩২। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার মান কীরূপ হবে?

উত্তরঃ- গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার মান অর্থাৎ ei > 1।

Like our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “স্থিতিস্থাপকতার ধারণা । ছোট প্রশ্ন | Economics | WBCHSE | Higher Secondary | Class 12”

  1. […] স্থিতিস্থাপকতার ধারণা । ছোট প্রশ্ন | Ec… […]

Leave a Comment