পঞ্চম অধ্যায় : উৎপাদন ব্যয় । বিকল্পভিত্তিক প্রশ্ন [প্রতিটি প্রশ্নের মান 1]
১। কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারতো তাই হবে ওই উপকরণের ____।
(ক) আর্থিক ব্যয়
(খ) প্রকৃত ব্যয়
(গ) সুযোগ ব্যয়
(ঘ) গড় ব্যয়
২। স্বল্পকালীন ব্যয় রেখার আকৃতি নির্ধারিত হয় যে নিয়মের ভিত্তিতে সেটি হল:
(ক) পরিবর্তনীয় অনুপাতের নিয়ম
(খ) মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম
(গ) ক এবং খ উভয়ই
(ঘ) ক এবং খ কোনোটিই নয়
৩। মোট স্থির ব্যয় রেখার আকৃতি হবে ___।
(ক) অনুভূমিক
(খ) ঊর্ধ্বমুখী
(গ) উত্তল
(ঘ) অবতল
৪। স্বল্পকালীন মোট পরিবর্তনীয় ব্যয় রেখা হবে ___।
(ক) নিম্নমুখী
(খ) ঊর্ধ্বমুখী
(গ) ‘U’ আকৃতির
(ঘ) বিপরীত ‘S’ আকৃতির
৫। TC রেখা এবং TVC রেখার মধ্যে উল্লম্ব দূরত্ব-
(ক) ক্রমাগত বাড়ে
(খ) ক্রমাগত কমে
(গ) সর্বদা সমান থাকে
(ঘ) কোনোটিই নয়
৬। AC রেখা এবং AVC রেখার মধ্যে উল্লম্ব দূরত্ব-
(ক) ক্রমাগত বাড়ে
(খ) ক্রমাগত কমে
(গ) একই থাকে
(ঘ) কোনোটিই নয়
৭। স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি [2017, 2022]
(ক) অবতল
(খ) নিম্নগামী
(গ) ঊর্ধ্বমুখী
(ঘ) ‘U’এর মত
৮। গড় ব্যয় কমলে ___।
(ক) প্রান্তিক ব্যয় কমবে
(খ) প্রান্তিক ব্যয় বাড়বে
(গ) প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে
(ঘ) প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে
৯। যখন MC < AC তখন AC হবে
(ক) নিম্নমুখী
(খ) ঊর্ধ্বমুখী
(গ) স্থির
(ঘ) এর কোনোটিই নয়
১০। গড় ব্যয় বাড়লে প্রান্তিক ব্যয়
(ক) বাড়বে
(খ) কমবে
(গ) গড় ব্যয় অপেক্ষা বেশি
(ঘ) গড় ব্যয় অপেক্ষা কম
১১। গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে ___।
(ক) গড় ব্যয় = প্রান্তিক ব্যয়
(খ) প্রান্তিক ব্যয় সর্বনিম্ন
(গ) গড় ব্যয় > প্রান্তিক ব্যয়
(ঘ) গড় ব্যয় < প্রান্তিক ব্যয়
১২। উৎপাদন যত বৃদ্ধি পায়, গড় স্থির ব্যয় [2015]
(ক) কমতে থাকে
(খ) বাড়তে থাকে
(গ) স্থির থাকে
(ঘ) প্রথমে কমে, পরে বাড়ে
১৩। স্বল্পকালে গড় স্থির ব্যয় রেখার আকৃতি [2019]
(ক) ঊর্ধ্বমুখী
(খ) সমপরাবৃত্তাকার
(গ) U-আকৃতির
(ঘ) অবতল
১৪। কোন রেখাটির আকৃতি হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত?
(ক) AVC
(খ) AFC
(গ) AC
(ঘ) MC
১৫। গড় স্থির ব্যয় রেখা ___।
(ক) নিম্নমুখী
(খ) অনুভূমিক
(গ) ‘U’ আকৃতির
(ঘ) ঊর্ধ্বমুখী
১৬। প্রান্তিক ব্যয় (MC) রেখা [2018, 2022]
(ক) কখনই নিম্নগামী হয় না
(খ) প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হয়
(গ) কখনই ঊর্ধ্বগামী হয় না
(ঘ) গড় ব্যয় (AC) রেখাকে সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে
১৭। স্বল্পকালের প্রান্তিক ব্যয় রেখা-
(ক) নিম্নমুখী
(খ) ঊর্ধ্বমুখী
(গ) ‘V’ আকৃতির
(ঘ) ‘U’ আকৃতির
১৮। যখন AVC সর্বনিম্ন তখন-
(ক) AVC = MC
(খ) AVC > MC
(গ) AVC < MC
(ঘ) AVC = AC
১৯। AC, MC এবং AVC রেখার মধ্যে সবথেকে আগে সর্বনিম্ন হয় ___ রেখা এবং সবথেকে শেষে সর্বনিম্ন হয় ___ রেখা।
(ক) AC, MC
(খ) MC, AC
(গ) MC, AVC
(ঘ) AVC, AC
২০। স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য প্রযোজ্য ___।
(ক) শুধু স্বল্পকালে
(খ) শুধুমাত্র দীর্ঘকালে
(গ) স্বল্পকালে এবং দীর্ঘকালে
(ঘ) কোনোকালেই নয়
২১। যদি উৎপাদন পদ্ধতিতে সকল সময়েই সমহার মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তাহলে দীর্ঘকালীন মোট ব্যয়রেখা হবে-
(ক) মূল বিন্দুগামী সরলরেখা
(খ) উত্তল বক্ররেখা
(গ) অবতল বক্ররেখা
(ঘ) অনুভূমিক সরলরেখা
২২। যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তখন LAC রেখাটি হবে ___।
(ক) নিম্নমুখী
(খ) ঊর্ধ্বমুখী
(গ) অনুভূমিক
(ঘ) উল্লম্ব
২৩। স্বল্পকালীন গড় ব্যয় রেখার বহিঃস্পর্শক থেকে পাওয়া যায়-
(ক) LAC রেখা
(খ) LMC রেখা
(গ) ক ও খ উভয়ই
(ঘ) ক এবং খ কোনোটিই নয়
[…] উৎপাদন ব্যয় । বিকল্পভিত্তিক প্রশ্ন | Ec… […]