বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও।
পার্থক্যের বিষয় | বাণিজ্য উদ্বৃত্ত (BOT) | লেনদেন উদ্বৃত্ত (BOP) |
---|---|---|
১। সংজ্ঞা | কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের সঙ্গে অন্যান্য দেশগুলির দ্রব্যগত ও সেবাগত বাণিজ্যিক সম্পর্ককে যখন উদ্বর্তপত্রের আকারে প্রকাশ করা হয়, তাকে বাণিজ্য উদ্বৃত্ত (Balance of Trade) বলে। | .কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের সঙ্গে অন্য সকল দেশের যাবতীয় অর্থনৈতিক লেনদেন ও দেনাপাওনা একটি উদ্বর্তপত্রের আকারে প্রকাশ করা হয়, তাকে লেনদেন উদ্বৃত্ত (Balance of Payments) বলে। |
২। হিসাবখাত | বাণিজ্য উদ্বৃত্তে কেবলমাত্র চলতি খাতের দৃশ্য রপ্তানি ও আমদানি এবং অদৃশ্য রপ্তানি ও আমদানির পাওনা ও দেনার দিক দেখানো হয়। | লেনদেন উদ্বৃত্তে চলতি খাতের ও মূলধনী খাতের পাওনা ও দেনা দেখানো হয়। |
৩। শ্রেণিবিভাগ | মূল্য অনুসারে বাণিজ্য উদ্বৃত্তের তিনটি বিষয় বিবেচনা করা হয়। (ক) অনুকূল বাণিজ্য উদ্বৃত্ত (যদি X>M), (খ) প্রতিকূল বাণিজ্য উদ্বৃত্ত (যদি X<M), (গ) বাণিজ্য উদ্বৃত্তের সমতা (যদি X=M)। [যখন X = রপ্তানি মূল্য, M = আমদানি মূল্য] | লেনদেন উদ্বৃত্তে মোট দেনা ও পাওনা পরস্পর সমান (R=P) হয় বলে লেনদেন উদ্বৃত্তে সর্বদা ভারসাম্য বিরাজ করে। অন্যদিকে ভারসাম্যহীনতায় দেখা দেয় (ক) অনুকূল লেনদেন উদ্বৃত্ত (যদি R>P), (খ) প্রতিকূল লেনদেন উদ্বৃত্ত (যদি R<P)। [যখন R=মোট প্রাপ্তি এবং P=মোট প্রদান] |
৪। পরিধি | বাণিজ্য উদ্বৃত্ত একটি আংশিক বিষয়। এটি বৈদেশিক বাণিজ্যের একটি অংশ মাত্র। | লেনদেন উদ্বৃত্ত বৈদেশিক বাণিজ্যের সমগ্র অংশ। তাই পরিধিগত বিচারে BOT-র তুলনায় BOP বড়ো। |
৫। জাতীয় আয়ের উপর প্রভাব | BOT প্রত্যক্ষভাবে জাতীয় আয়কে প্রভাবিত করে। BOT তে ঘাটতি হলে জাতীয় আয় হ্রাস পায়, কিন্তু BOT অনুকূল হলে জাতীয় আয় বৃদ্ধি পায়। | BOT-র অনুকূল বা প্রতিকূল অবস্থা BOP-কে প্রভাবিত করে। এর ফলে দেশের দায় বৃদ্ধি পায় বা সম্পত্তি হ্রাস পায়। এভাবে দেশের আর্থিক অবস্থা প্রতিফলিত হয়। |
৬। দফা | বাণিজ্য উদ্বৃত্তে দৃশ্য রপ্তানি এবং দৃশ্য আমদানি দেখানো হয়। | লেনদেন উদ্বৃত্তে পাওনার দিকে দৃশ্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি, একতরফা পাওনা, মূলধনী পাওনা এবং দেনার দিকে দৃশ্য আমদানি, অদৃশ্য আমদানি, একতরফা দেনা, মূলধনী দেনা অন্তর্ভুক্ত থাকে। |
Like our post?
We are available with lots and lots of commerce-related content.
[…] […]