বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য

বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য

বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও।

পার্থক্যের বিষয়বাণিজ্য উদ্বৃত্ত (BOT)লেনদেন উদ্বৃত্ত (BOP)
১। সংজ্ঞাকোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের সঙ্গে অন্যান্য দেশগুলির দ্রব্যগত ও সেবাগত বাণিজ্যিক সম্পর্ককে যখন উদ্বর্তপত্রের আকারে প্রকাশ করা হয়, তাকে বাণিজ্য উদ্বৃত্ত (Balance of Trade) বলে। .কোনো নির্দিষ্ট আর্থিক বছরে একটি দেশের সঙ্গে অন্য সকল দেশের যাবতীয় অর্থনৈতিক লেনদেন ও দেনাপাওনা একটি উদ্বর্তপত্রের আকারে প্রকাশ করা হয়, তাকে লেনদেন উদ্বৃত্ত (Balance of Payments) বলে।
২। হিসাবখাতবাণিজ্য উদ্বৃত্তে কেবলমাত্র চলতি খাতের দৃশ্য রপ্তানি ও আমদানি এবং অদৃশ্য রপ্তানি ও আমদানির পাওনা ও দেনার দিক দেখানো হয়। লেনদেন উদ্বৃত্তে চলতি খাতের ও মূলধনী খাতের পাওনা ও দেনা দেখানো হয়।
৩। শ্রেণিবিভাগমূল্য অনুসারে বাণিজ্য উদ্বৃত্তের তিনটি বিষয় বিবেচনা করা হয়।
(ক) অনুকূল বাণিজ্য উদ্বৃত্ত (যদি X>M),
(খ) প্রতিকূল বাণিজ্য উদ্বৃত্ত (যদি X<M),
(গ) বাণিজ্য উদ্বৃত্তের সমতা (যদি X=M)।
[যখন X = রপ্তানি মূল্য, M = আমদানি মূল্য]
লেনদেন উদ্বৃত্তে মোট দেনা ও পাওনা পরস্পর সমান (R=P) হয় বলে লেনদেন উদ্বৃত্তে সর্বদা ভারসাম্য বিরাজ করে। অন্যদিকে ভারসাম্যহীনতায় দেখা দেয়
(ক) অনুকূল লেনদেন উদ্বৃত্ত (যদি R>P),
(খ) প্রতিকূল লেনদেন উদ্বৃত্ত (যদি R<P)।
[যখন R=মোট প্রাপ্তি এবং P=মোট প্রদান]
৪। পরিধিবাণিজ্য উদ্বৃত্ত একটি আংশিক বিষয়। এটি বৈদেশিক বাণিজ্যের একটি অংশ মাত্র। লেনদেন উদ্বৃত্ত বৈদেশিক বাণিজ্যের সমগ্র অংশ। তাই পরিধিগত বিচারে BOT-র তুলনায় BOP বড়ো।
৫। জাতীয় আয়ের উপর প্রভাবBOT প্রত্যক্ষভাবে জাতীয় আয়কে প্রভাবিত করে। BOT তে ঘাটতি হলে জাতীয় আয় হ্রাস পায়, কিন্তু BOT অনুকূল হলে জাতীয় আয় বৃদ্ধি পায়।BOT-র অনুকূল বা প্রতিকূল অবস্থা BOP-কে প্রভাবিত করে। এর ফলে দেশের দায় বৃদ্ধি পায় বা সম্পত্তি হ্রাস পায়। এভাবে দেশের আর্থিক অবস্থা প্রতিফলিত হয়।
৬। দফাবাণিজ্য উদ্বৃত্তে দৃশ্য রপ্তানি এবং দৃশ্য আমদানি দেখানো হয়।লেনদেন উদ্বৃত্তে পাওনার দিকে দৃশ্য রপ্তানি, অদৃশ্য রপ্তানি, একতরফা পাওনা, মূলধনী পাওনা এবং দেনার দিকে দৃশ্য আমদানি, অদৃশ্য আমদানি, একতরফা দেনা, মূলধনী দেনা অন্তর্ভুক্ত থাকে।

Like our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য”

Leave a Comment