কারবারি শিক্ষার প্রশ্নপত্র সমাধান 2014 | WBCHSE | Class 11

কারবারি শিক্ষার প্রশ্নপত্র 2014

কারবারি শিক্ষা 2014

বিভাগ-ক

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : [1 x 10 = 10]

(i) পেশার ক্ষেত্রে পরিশ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থকে বলা হয় –

(a) মুনাফা

(b) দর্শনী

(c) কারবার

(d) কোনটিই নয়

(ii) স্বাধীন ভারতে প্রথম কোম্পানি আইন চালু হয় –

(a) 1956 খ্রিস্টাব্দে

(b) 1957 খ্রিস্টাব্দে

(c) 1958 খ্রিস্টাব্দে

(d) 1959 খ্রিস্টাব্দে

(iii) একমালিকি কারবারে সবরকম সিদ্ধান্ত গ্রহণ করে –

(a) পাওনাদার

(b) মালিক

(c) কর্মচারী

(d) দেনাদার

(iv) ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সদস্যসংখ্যা হল –

(a) 3 জন

(b) 2 জন

(c) 5 জন

(d) 7 জন

(v) ভারতের জীবনবিমা নিগম হল একটি –

(a) বিভাগীয় প্রতিষ্ঠান

(b) বিধিবদ্ধ কর্পোরেশন

(c) সরকারি কোম্পানি

(d) জনকল্যাণমূলক প্রতিষ্ঠান

(vi) সরকারি কোম্পানিতে সরকারের ন্যূনতম শেয়ারের অংশ হল –

(a) 49 শতাংশ

(b) 50 শতাংশ

(c) 51 শতাংশ

(d) কোনোটিই নয়

(vii) ভারতের কেন্দ্রীয় ব্যাংক হল –

(a) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

(b) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

(c) সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া

(d) উপরের সবকয়টি

(viii) অর্থ হস্তান্তরের সবচেয়ে দ্রুততম পদ্ধতিটির নাম হল –

(a) ব্যাংকার্স চেক  

(b) ব্যাংক ড্রাফট

(c) ব্যাংক ওভারড্রাফট

(d) সঠিক সময়ে মোট নিষ্পত্তি (RTGS)

(ix) প্লাস্টিক মানি বলতে বোঝায় –

(a) ডেবিট কার্ড

(b) ক্রেডিট কার্ড

(c) (a) এবং (b) উভয়েই

(d) কোনোটিই নয়

(x) ATM-এর মাধ্যমে টাকা তুলতে গেলে কার্ডধারীকে ব্যবহার করতে হয় সুরক্ষাসূচক নম্বর হিসাবে –

(a) কোড নম্বর

(b) ফোন নম্বর

(c) পিন নম্বর

(d) কোনোটিই নয়

2. এককথায় অথবা সংক্ষিপ্ত উত্তর দাও : [1 x 10 = 10]

(i) পেশার একটি উদাহরণ দাও।

(ii) শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ বোঝানোর জন্য কোম্পানি নামের শেষে কোন্ শব্দটি যুক্ত করা হয়?

(iii) কারবার সংগঠন প্রবর্তনের প্রথম ধাপ কোনটি?

অথবা, কোন সার্টিফিকেট পেলে সার্বজনিক সীমিত কোম্পানি কাজ শুরু করতে পারে?

(iv) অংশীদারি চুক্তিপত্র কী?

(v) একটি সরকারি কোম্পানির উদাহরণ দাও।

অথবা, একটি বিভাগীয় কারবারের উদাহরণ দাও।

(vi) বিশ্ব বাজার কী?

অথবা, যৌথ উদ্যোগে কারবার কী?

(vii) অনলাইন অর্থপ্রদান বলতে কী বোঝো?

(viii) BPO কী?

অথবা, KPO কী?

(ix) বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব কী?

(x) পরিবেশ রক্ষায় কারবার কী ভূমিকা পালন করতে পারে?

অথবা, কারবারি নীতির সংজ্ঞা দাও।

3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [4 x 6 = 24]

(i) কারবার ও পেশার মধ্যে পার্থক্য লেখো।

(ii) কোম্পানির চারটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।

অথবা, একমালিকি কারবারের চারটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

(iii) সরকারি কারবারের ক্ষেত্রে মুনাফার হার কম হওয়ার কারণগুলি কী কী?

(iv) চেকের বৈশিষ্ট্যগুলি লেখো।

অথবা, ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো।

(v) ই-ব্যাবসার অসুবিধাগুলি লেখো।

অথবা, ই-ব্যাবসার ও ই-মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

(vi) কারবারের সামাজিক দায়িত্বগুলি আলোচনা করো।

বিভাগ-খ

4. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও : [1 x 8 = 8]

(i) বাহ্যিক মূলধনের একটি উৎস হল –

(a) আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ

(b) অবচয়

(c) (a) এবং (b) উভয়ই

(d) কোনোটিই নয়  

(ii) জনগণের কাছ থেকে নির্দিষ্ট সুদের বিনিময়ে নির্ধারিত মেয়াদের জন্য কোম্পানি যে অর্থ সংবরাহ করে তাকে বলে –

(a) সাধারণ আমানত

(b) কোম্পানি আমানত

(c) ঋণকৃত আমানত

(d) জন আমানত

(iii) কোম্পানি কারবারের প্রাথমিক ঝুঁকি বহন করেন –

(a) সাধারণ শেয়ারের মালিকরা

(b) অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকরা

(c) ডিবেঞ্চারধারকরা

(d) কোনোটিই নয়  

(iv) উৎপাদনকারী ক্ষুদ্র কারবার বলতে বোঝায় সেই সমস্ত সংস্থাকে যাদের যন্ত্রপাতিতে বিনিয়োগের পরিমাণ –

(a) 25 লক্ষ টাকার কম

(b) 25 লক্ষ টাকার বেশি, কিন্তু 5 কোটি টাকার কম

(c) 5 কোটি টাকার বেশি, কিন্তু 10 কোটি টাকার কম

(d) 10 কোটি টাকার বেশি

(v) অভ্যন্তরীণ ব্যবসার সীমা বিস্তৃত হয় –

(a) রাজ্য সীমানা অবধি

(b) দেশের সীমানা অবধি

(c) আঞ্চলিক গন্ডি অবধি

(d) জেলার সীমানা অবধি

(vi) ডাকযোগে কারবার হল –

(a) খুচরো কারবার

(b) পাইকারি কারবার

(c) বৈদেশিক কারবার

(d) কোনোটিই নয়

(vii) আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি হল –

(a) বিশেষায়ণ

(b) উৎপাদন

(c) ব্যাবসা

(d) আন্তর্জাতিক সম্পর্ক

(viii) গ্যাট চুক্তির প্রথম সম্মেলন হয় –

(a) 1947 খ্রিস্টাব্দে

(b) 1948 খ্রিস্টাব্দে

(c) 1958 খ্রিস্টাব্দে

(d) 1964 খ্রিস্টাব্দে

5. এককথায় অথবা সংক্ষিপ্ত উত্তর দাও : [1 x 8 = 8]

(i) মূলধন কী?

অথবা, ঋণ মূলধন কী?

(ii) ঋণপত্র কী?

(iii) মুনাফার পুনর্বিনিয়োগ কী?

(iv) ক্ষুদ্র কারবার কাকে বলে?

অথবা, ক্ষুদ্র কারবারের দুটি বৈশিষ্ট্য কী কী?

(v) বিপণি-শৃঙ্খল কাকে বলে?

অথবা, বৃহৎ খুচরো কারবার কী?

(vi) দেনালিপি কী?

(vii) আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে?

(viii) বহনপত্র কী?

অথবা, COD কী?

6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [4 x 2 = 8]

(i) ক্ষুদ্র কারবার গঠন ও উন্নয়নে জেলা শিল্পকেন্দ্রগুলির ভূমিকা বর্ণনা করো।

(ii) আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যাগুলি উল্লেখ করো।

অথবা, বিশ্ববাণিজ্য সংস্থা (WTO)-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

7. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : [6 x 2 = 12]

(i) সাধারণ শেয়ার ও অগ্রাধিকারযুক্ত শেয়ারের পার্থক্য লেখো।

অথবা, জন আমানত এবং কারবারি ঋণের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

(ii) বিভাগীয় বিপণির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো।

Liked our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “কারবারি শিক্ষার প্রশ্নপত্র সমাধান 2014 | WBCHSE | Class 11”

  1. […] কারবারি শিক্ষার প্রশ্নপত্র সমাধান 2014 … […]

Leave a Comment