ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি সংক্ষেপে উল্লেখ করো।
বেকার সমস্যা সমাধানে ভারত সরকার এম. ভগবতী কমিটির সুপারিশ অনুসারে শহরাঞ্চলের ও গ্রামাঞ্চলের বেকারত্ব দূরীকরণে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করেন:
(ক) গ্রামীণ বৈদ্যুতিকরণ, রাস্তাঘাট নির্মাণ, গ্রামীণ গৃহনির্মাণ, ক্ষুদ্রসেচ প্রকল্পের প্রসার, পরিবহন ব্যবস্থার প্রসার, গ্রামীণ কুটিরশিল্প ও ক্ষুদ্রশিল্পের রুগ্নতা দূরীকরণ এবং স্বনিযুক্তি প্রকল্পগুলিকে রূপায়ণে ভর্তুকিসহ স্বল্পসুদে ঋণের জোগান বৃদ্ধির ব্যবস্থা ইত্যাদি কৌশল গ্রহণ করে গ্রামাঞ্চলে অর্থ-বেকারত্ব বা ছদ্মবেকারত্ব দূরীকরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়।
(খ) গ্রামীণ দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণের দ্বিতীয় পদক্ষেপগুলি হল- (i) ক্ষুদ্রচাষি, প্রান্তিক চাষি, ক্ষেত মজুরদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ যেমন- ক্ষুদ্রচাষি উন্নয়ন সংস্থা (Small Farmers Development Agency), জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি (National Rural Employment Programme), খরাপ্রবণ এলাকা উন্নয়ন প্রকল্প (Draught Prove Area Programme), জহর রোজগার যোজনা, গ্রামীণ ভূমিহীনদের কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচী (RLEGP), স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজকার যোজনা (SJGSY), প্রধানমন্ত্রী সড়ক যোজনা ইত্যাদি উল্লেখযোগ্য।
(গ) গ্রামীণ অর্ধ-শিক্ষিত, শিক্ষিত বেকার যুবকদের জন্য স্বনিযুক্তি প্রকল্প (Self Employment Scheme) পঞ্চম পরিকল্পনা থেকে গুরুত্ব দেওয়া হয়। এজন্য স্বল্পসুদে ভর্তুকি সহ গ্রামীণ ব্যাংকগুলি থেকে ঋণ দেবার উদ্যোগ গ্রহণ করা হয়। এই ঋণ নিয়ে শিক্ষিত বেকার যুবকেরা দুগ্ধ উৎপাদন (Dairy farm), মুরগি পালন (Poultry), মৎস্য চাষ (Fishery), শূকর পালন (Piggery), উদ্যান পালন (Horticulture) প্রকল্প গ্রহণ করে রুজিরোজগারের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই প্রকল্পগুলিকে রূপায়িত করতে সরকারিভাবে প্রশিক্ষণ কর্মসূচি (Training of Rural Youth for Self-Employment) গ্রহণ করা হয়।
(ঘ) শহরাঞ্চলের বেকারত্ব দূরীকরণে উল্লেখযোগ্য পদক্ষেপগুলি হল- স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনা (SJSRY, 1997), নেহেরু রোজগার যোজনা (NRY), প্রধানমন্ত্রী সুসংহত নগর দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি (PMIUEP), নগর স্বনিযুক্তি কর্মসূচি (USEP), নগর মজুরি কর্মসংস্থান প্রকল্প (UWEP) ইত্যাদি।
(ঙ) তপশিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে-পড়া শ্রেণির বেকারত্ব দূরীকরণে উল্লেখযোগ্য পদক্ষেপগুলি হল- জাতীয় তপশিলি জাতি, উপজাতি অর্থ ও উন্নয়ন কর্পোরেশন (NSFDC, 1989), জাতীয় অনগ্রসরশ্রেণি অর্থ ও উন্নয়ন কর্পোরেশন (NBFDC, 1992) ইত্যাদি। এই স্বনিযুক্তি প্রকল্পে 25 হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রশিল্প ও ব্যবসায়ে ঋণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
Like our post?
We are available with lots and lots of commerce-related content.
[…] […]