ভারতে আয়বৈষম্য হ্রাসের জন্য সরকার দ্বারা গৃহীত ব্যবস্থাসমূহ

ভারতে আয়বৈষম্য হ্রাসের জন্য সরকার দ্বারা গৃহীত ব্যবস্থাসমূহ

ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলির উল্লেখ করো।

ভারতের সংবিধানে যেহেতু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই স্বাধীন ভারত সরকার আয়বৈষম্য হ্রাসের জন্য বিভিন্ন সময়ে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করেন-

(ক) ভূমিসংস্কার:

ভুমিসংস্কার আইন কার্যকর করে জমিদারি প্রথা উচ্ছেদ এবং জমির সর্বোচ্চ সীমা আইন প্রয়োগ করে উদ্বৃত্ত জমি ভূমিহীনদের মধ্যে বন্টন করা হয়, পাশাপাশি শহরাঞ্চলেও সম্পত্তির সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে।

(খ) করকাঠামোর সংস্কার:

ভারতীয় কর-কাঠামোকে প্রগতিশীল করা হয়েছে। অর্থাৎ উচ্চ-আয়যুক্ত লোকেদের আয়ের ওপর উচ্চহারে কর ধার্য করে আয়ের বন্টন গরিবদের অনুকূলে আনার চেষ্টা করা হয়। কিন্তু ব্যাপক করফাঁকির প্রবণতার জন্য এই প্রচেষ্টা খুব একটা সার্থক হয়নি।

(গ) একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ:

ভারতের মুষ্টিমেয় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের (যেমন- টাটা, বিড়লা, বাজাজ প্রভৃতি) সম্পদ নিয়ন্ত্রণের জন্য 1972 সালে একচেটিয়া অন্তরায়মূলক ব্যবসাপদ্ধতি আইন (Monopolies and Restrictive Trade Practice Act), বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Foreign Exchange Regulation Act) ইত্যাদি গ্রহণ করা হয়। অবশ্য 1991 সালে অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হলে MRTP আইন শিথিল করা হয় এবং FERA আইন সংশোধন করে FEMA পাশ করা হয়েছে।

(ঘ) কর্মসংস্থান নীতি:

আয়বৈষম্য হ্রাসের জন্য শহরাঞ্চলে ও গ্রামাঞ্চলে কর্মসংস্থানের উদ্দেশ্যে জাতীয় গ্রামীণ উন্নয়ন কর্মসূচী (National Rural Employment Programme, 1980), কাজের জন্য খাদ্য প্রকল্প, সুসংহত গ্রামীণ উন্নয়ন কর্মসূচী (IRDP) জহর রোজগার যোজনা, প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা, স্বনিযুক্তি প্রকল্প গ্রহণ এবং অনুন্নত ও দরিদ্র পরিবারের জন্য আসন সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়েছে।

(ঙ) মজুরি আইন:

অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের ন্যূনতম মজুরি আইন, এবং কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের ন্যায়সংগত অধিকার স্বীকার করে বোনাস আইন প্রণয়ন করা হয়েছে।

(চ) ভাতা প্রদান:

বৃদ্ধ, দিনমজুর ও অসহায় বিধবাদের পেনশন ব্যবস্থা এবং বেকারদের জন্য বেকার ভাতা চালু করা করা হয়েছে।

(ছ) সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ:

আয়-বন্টনে অসমতা কমানোর জন্য ব্যাংক জাতীয়করণ, কয়লাশিল্প জাতীয়করণ ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজকর্ম সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। পাশাপাশি রাজন্যভাতা বিলোপ, যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা, কালোটাকা উদ্ধারে এবং বিভিন্ন করফাকি প্রতিরোধ পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

Like our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “ভারতে আয়বৈষম্য হ্রাসের জন্য সরকার দ্বারা গৃহীত ব্যবস্থাসমূহ”

Leave a Comment