মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়ম

মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়ম

উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো।

দীর্ঘকালে উৎপাদনের প্রতিটি উপকরণের পরিবর্তন ঘটিয়ে উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়ম বলে। আবার, উৎপাদনের উপাদানগুলির নিয়োগের পরিমাণকে উৎপাদনের মাত্রা বলে।

যখন কোনো ফার্ম সব উপাদান নিয়োগের পরিমাণ বৃদ্ধি করে, তখন তার উৎপাদনের আয়তন বা মাত্রা বৃদ্ধি পায়। ধরা যাক, ফার্মের উৎপাদন-অপেক্ষকটি হল Q = f(K, L)। এখন ফার্মটি যদি K ও L দুটি উপাদানেরই নিয়োগের পরিমাণ দ্বিগুণ বা তিনগুণ করে তাহলে উৎপাদনের মাত্রাও দ্বিগুণ বা তিনগুণ হবে। অর্থাৎ উৎপাদনের মাত্রাবৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদনের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে। সুতরাং উপাদানের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণে পরিবর্তনের এই সম্পর্ককে মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান বলে। এই মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান একটি দীর্ঘকালীন ঘটনা।

দীর্ঘকালীন উৎপাদন সূত্রে মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান তিন ধরনের হয়। যথা- (ক) ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান, (খ) সমহার মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান, (গ) ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান।

(ক) ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান :

দীর্ঘকালে ফার্মের উৎপাদন বৃদ্ধির জন্য যদি সকল উপাদান নিয়োগের পরিমাণ যে হারে বাড়ানো হয়, উৎপাদনের পরিমাণ যদি তার থেকে বেশি হারে বাড়ে, তাকে ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান বলে। ধরা যাক, ইনপুট 10% হারে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু উৎপাদনের পরিমাণ বা আউটপুট 10% এর থেকে বেশি হারে বেড়েছে তখন ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান কার্যকরী হয়েছে বলা যায়।

(খ) সমহার মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান :

উৎপাদনের উপকরণগুলি নিয়োগের পরিমাণ যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদনের পরিমাণ যদি একই হারে বৃদ্ধি পায়, তাকে সমহার মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান বলে। ধরা যাক, ইনপুট 10% হারে বৃদ্ধি করা হয়েছে কিন্তু উৎপাদন বা আউটপুট 10% হারেই বৃদ্ধি পেয়েছে, তখন সমহার মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান কার্যকরী হয়েছে বলা হবে।

(গ) ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান :

ফার্মের সবকটি উপাদান নিয়োগের পরিমাণ যে অনুপাতে বৃদ্ধি করা হয়, উৎপাদনের পরিমাণ তা থেকে কম হারে বৃদ্ধি পায় তাকে ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান বলে। ধরা যাক, উৎপাদনের উপাদানগুলি যদি 10% হারে বাড়ানো হয় অথচ উৎপাদন 10% -এর কম হারে উৎপাদন হয়, তাহলে ক্রমহ্রাসমান মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদান কার্যকরী হয়েছে বলা হবে।

Liked our post?

We are available with lots and lots of commerce related contents.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়ম”

Leave a Comment