পরিবর্তনীয় অনুপাতের নিয়ম/ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের নিয়ম/ উপাদানের উৎপাদন ক্ষমতা ও মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম/ প্রতিদানের মাত্রার মধ্যে পার্থক্য।
পার্থক্যের বিষয় | পরিবর্তনীয় অনুপাতের নিয়ম | মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম |
---|---|---|
১। আচরণবিধির প্রকৃতি | পরিবর্তনীয় অনুপাতের নিয়ম একটি ফার্মের স্বল্পকালীন উৎপাদনের আচরণবিধি। | মাত্রাবৃদ্ধির প্রতিদান ফার্মের দীর্ঘকালীন আচরণবিধি। |
২। পরিবর্তনশীলতা | স্বল্পকালে উৎপাদন বৃদ্ধির জন্য সব উপাদান পরিবর্তন আর্থিক কারণে অসম্ভব হয়ে পড়ে। | দীর্ঘকালে সব উপাদানের পরিবর্তন সম্ভব। |
৩। পরিবর্তনের প্রকৃতি | এই নিয়মে মাত্র একটি উপাদানকে স্থির রেখে অপর একটি উপাদানকে পরিবর্তন করা হয়। | এক্ষেত্রে সব উপাদানই একসাথে পরিবর্তন করা হয়। |
৪। উপস্থাপনা | একটি উপাদান বৃদ্ধির ক্ষেত্রে রেখাচিত্রে অনুভুমিক এবং উল্লম্ব অক্ষে দেখানো হয়। | কিন্তু মাত্রাবৃদ্ধির ক্ষেত্রে রেখাচিত্রে উৎস বা মূলবিন্দু থেকে একটি ঊর্ধ্বগামী সরলরেখার মধ্যে দেখানো হয়। |
৫। অন্য নাম | পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনবিধি নামেও পরিচিত। এই নিয়মটি কৃষি, শিল্প, খনি, মৎস্যচাষ ও গৃহনিরমাণের ক্ষেত্রে প্রযোজ্য। | মাত্রাবৃদ্ধির প্রতিদানের অন্য কোনো নাম নেই। তবে এটি (i) ক্রমবর্ধমান প্রতিদানের মাত্রা, (ii) সমহার প্রতিদানের মাত্রা এবং (iii) ক্রমহ্রাসমান প্রতিদানের মাত্রা হিসাবে উৎপাদনের ক্ষেত্রে কার্যকরী হয়। |
Liked our post?
We are available with lots and lots of commerce-related content.
[…] […]