পরিবর্তনীয় অনুপাতের নিয়ম এবং মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মের মধ্যে পার্থক্য

পরিবর্তনীয় অনুপাতের নিয়ম এবং মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মের মধ্যে পার্থক্য

পরিবর্তনীয় অনুপাতের নিয়ম/ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের নিয়ম/ উপাদানের উৎপাদন ক্ষমতা ও মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম/ প্রতিদানের মাত্রার মধ্যে পার্থক্য।

পার্থক্যের বিষয়পরিবর্তনীয় অনুপাতের নিয়মমাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম
১। আচরণবিধির প্রকৃতিপরিবর্তনীয় অনুপাতের নিয়ম একটি ফার্মের স্বল্পকালীন উৎপাদনের আচরণবিধি। মাত্রাবৃদ্ধির প্রতিদান ফার্মের দীর্ঘকালীন আচরণবিধি।
২। পরিবর্তনশীলতাস্বল্পকালে উৎপাদন বৃদ্ধির জন্য সব উপাদান পরিবর্তন আর্থিক কারণে অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘকালে সব উপাদানের পরিবর্তন সম্ভব।
৩। পরিবর্তনের প্রকৃতিএই নিয়মে মাত্র একটি উপাদানকে স্থির রেখে অপর একটি উপাদানকে পরিবর্তন করা হয়।এক্ষেত্রে সব উপাদানই একসাথে পরিবর্তন করা হয়।
৪। উপস্থাপনাএকটি উপাদান বৃদ্ধির ক্ষেত্রে রেখাচিত্রে অনুভুমিক এবং উল্লম্ব অক্ষে দেখানো হয়। কিন্তু মাত্রাবৃদ্ধির ক্ষেত্রে রেখাচিত্রে উৎস বা মূলবিন্দু থেকে একটি ঊর্ধ্বগামী সরলরেখার মধ্যে দেখানো হয়।
৫। অন্য নামপরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনবিধি নামেও পরিচিত। এই নিয়মটি কৃষি, শিল্প, খনি, মৎস্যচাষ ও গৃহনিরমাণের ক্ষেত্রে প্রযোজ্য। মাত্রাবৃদ্ধির প্রতিদানের অন্য কোনো নাম নেই। তবে এটি (i) ক্রমবর্ধমান প্রতিদানের মাত্রা, (ii) সমহার প্রতিদানের মাত্রা এবং (iii) ক্রমহ্রাসমান প্রতিদানের মাত্রা হিসাবে উৎপাদনের ক্ষেত্রে কার্যকরী হয়।

Liked our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “পরিবর্তনীয় অনুপাতের নিয়ম এবং মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মের মধ্যে পার্থক্য”

Leave a Comment