বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী

বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী

বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো।

বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি হল –

১। আমানত গ্রহণ :

বাণিজ্যিক ব্যাংকগুলির অন্যতম কাজ হল জনসাধারণের কাছ থেকে এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা আমানত হিসেবে সংগ্রহ করে। প্রকৃতি অনুসারে আমানত তিন প্রকারের হয়, যথা – (i) চলতি আমানত, (ii) সঞ্চয়ী আমানত, (iii) স্থায়ী বা মেয়াদী আমানত।

২। অর্থ ঋণদান :

দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ব্যাংক কর্তৃপক্ষ জানে যে, আমানতকারীরা সবাই একসঙ্গে টাকা তুলে নেবে না। তাই কিছু টাকা নগদ রেখে বাকি টাকা ঋণ হিসেবে দেয়।

৩। সাধারণ পরিসেবা প্রদান :

বাণিজ্যিক ব্যাংকগুলি শহর ছাড়াও গ্রামাঞ্চলে এবং আধাশহরাঞ্চলে শাখাপ্রশাখা বিস্তার করে জনগণকে বিভিন্ন পরিসেবা প্রদান করে থাকে। যেমন – ক্ষুদ্র ও প্রান্তিক চাষি, ছোট ব্যবসায়ী, কারিগর, স্ব-নিযুক্তি প্রকল্পে ঋণদান করে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে।

৪। প্রতিনিধিত্বমূলক কাজকর্ম :

বাণিজ্যিক ব্যাংকগুলি তার আমানতকারীদের প্রতিনিধি হিসেবে চেক, প্রমিশরি নোট বা বাণিজ্যিক হুন্ডি ভাঙাতে সাহায্য করে। আমানতকারীর শেয়ার, ঋণপত্র কেনা থাকলে তার লভ্যাংশ, সুদ ইত্যাদি পাওনা আদায় করে। গ্রাহকদের প্রতিনিধি হিসেবে শেয়ার, ঋণপত্র ব্যাংক কিনে নেয়। অবসরপ্রাপ্ত আমানতকারীর পেনশন, গ্রাহকদের হয়ে বিমার প্রিমিয়াম, আয়কর প্রভৃতি আদায় করে।

৫। ঋণ বা আমানত সৃষ্টি :

বাণিজ্যিক ব্যাংকগুলি একযোগে গুণক-প্রক্রিয়ায় ঋণ সৃষ্টি বা আমানত সৃষ্টি করে অর্থের জোগান বৃদ্ধি করে। বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ টাকা ছাপানোর কোনো অধিকার নেই ঠিকই তবুও আমানত বা ঋণভিত্তিক অর্থ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ।

৬। অন্যান্য কাজ :

বাণিজ্যিক ব্যাংকগুলি দেশের বাইরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা ক্রয়বিক্রয়, বৈদেশিক হুন্ডি, বিমাপত্র, দ্রব্যচালানের হিসাব বই ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক বহন করে এবং এই সকল ঋণপত্র জমা রেখে ঋণ সরবরাহ করে।

Liked our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী”

  1. […] বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী […]

Leave a Comment