কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য

কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য

কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্যগুলি হল :-

বিষয়কেন্দ্রীয় ব্যাংকবাণিজ্যিক ব্যাংক
১। উদ্দেশ্যকেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করা। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন।
২। ব্যাংকারকেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার।বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আমানতকারীদের ব্যাংকার।
৩। নোট ছাপানোকেন্দ্রীয় ব্যাংক নোট ছাপাতে পারে।বাণিজ্যিক ব্যাংক নোট ছাপাতে পারে না।
৪। ঋণ প্রদানকেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে এবং সরকারকে ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আমানতকারীদের ব্যাংকার এবং তাদেরকে ঋণ সরবরাহ করে।
৫। আমানত গ্রহণকেন্দ্রীয় ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে না।বাণিজ্যিক ব্যাংক সরাসরি জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে।
৬। জনসাধারণকে ঋণ প্রদানকেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনসাধারণকে ঋণ প্রদান করে না।বাণিজ্যিক ব্যাংক সরাসরি আমানতকারীকে ঋণ প্রদান করে।
৭। বৈদেশিক মুদ্রার বিনিময়হারে স্থিতিশীলতা বজায়কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার রক্ষা করে এবং বৈদেশিক মুদ্রার বিনিময়হারে স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করে।বাণিজ্যিক ব্যাংক কখনই বৈদেশিক মুদ্রার বিনিময়হারে স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করে না।

Liked our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য”

Leave a Comment