ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণ

varote daridro bojay thakar karon

ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণগুলি কী কী?

ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণগুলি হল:

১। জনবিস্ফোরণ:

1921 সাল থেকে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই অস্বাভাবিক, প্রায় প্রতি বৎসর 2 কোটি 60 লক্ষ মানুষ জন্মাচ্ছে। মৃত্যুহার কমে যাওয়া এবং জন্মহার বৃদ্ধিও এর অন্যতম কারণ। অবশ্য গণনিরক্ষরতা ও সচেতনতার অভাবও এই জনবিস্ফোরণের এবং দারিদ্র্যের অন্যতম কারণ, এই বিষয়ে দ্বিমত নেই।

২। বেকারত্ব ও স্বল্প মজুরি:

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ না হওয়ায় বেকারি ও দারিদ্র্য যমজ ভাইয়ের মতো আমাদের দেশে জেঁকে বসে আছে। ভারতের কৃষিতে ছদ্মবেকারের সংখ্যাও ক্রমশ বাড়ছে। তাছাড়া কৃষিশ্রমিকের স্বল্প মজুরি ও সারাবছর কাজের অভাবও দারিদ্র্যের মূল কারণ।

৩। কৃষির পশ্চাৎপদতা:

কৃষিক্ষেত্রে বিক্ষিপ্তভাবে আধুনিক কৃষি অনুসৃত হলেও সারা ভারতে এখনো 60% থেকে 65% মানুষ অনুন্নত কৃষির উপর নির্ভরশীল। কাজেই কৃষির কাম্য অগ্রগতি না ঘটায় দারিদ্র্যের প্রকোপ বেড়েছে, এই বিষয়ে সন্দেহ নেই।

৪। আয়বৈষম্য:

আমাদের দেশে মিশ্র অর্থনীতির মলাটে পুঁজিবাদ, শোষণ ও বঞ্চনাই প্রশ্রয় পেয়ে আসছে। সরকারের উদার শিল্পনীতি, শিল্প লাইসেন্সনীতি, ও বাজেট নীতি সর্বসাকুল্যে ধনী শ্রেণীদেরই স্বার্থরক্ষা করেছে। জাতীয় আয় ও সম্পদের অসম বন্টনের জন্য ধনীরা আরো ধনী, ও গরীবেরা আরো গরীব হচ্ছে।

৫। স্থায়ী মুদ্রাস্ফীতি:

ষাট-এর দশক থেকে ঘাটতি ব্যয়ের তীব্র প্রকোপে বল্গাহীন মুদ্রাস্ফীতির মতো দানবীয় দাপট স্বল্প আয়সম্পন্ন ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের দুঃখদুর্দশা বাড়িয়েই চলেছে। ফলে মধ্যবিত্তরা হয়েছে নিম্নমধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তরা গগণচুম্বি দামস্তরে ভূমিহীন পরিবারে পরিণত হয়ে দারিদ্র্যের সঙ্গে বসবাস করতে বাধ্য হয়েছে।

Liked our post?

We are available with lots and lots of commerce-related content.

Follow us on Facebook and Youtube  

Related posts

One Thought to “ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণ”

  1. […] ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণ […]

Leave a Comment